আগ্নেয় অস্ত্র সহ গ্রেফতার তৃণমূল নেতা। অভিযুক্ত নেতাকে গ্রেফতার করেছে মোথাবাড়ি থানার পুলিশ। বুধবার ধৃত ওই নেতাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
জানা যায়, অভিযুক্ত নেতার নাম আব্দুস সালাম। তৃণমূলের মাইনরিটি সেলের অঞ্চল সভাপতি। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই নেতার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র এবং ৬ রাউন্ড গুলি। উদ্ধার হয় একটি অটোমেটিক পিস্তল এবং একটি ওয়ান সাটার। ঘটনার তদন্তে রয়েছে মোথাবাড়ি থানার পুলিশ।